বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Abhishek Banerjee: মোদির ট্রেলারের পর মানুষ কি আর সিনেমা দেখতে চান?: অভিষেক

Riya Patra | ১৬ এপ্রিল ২০২৪ ১৬ : ৫৪Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে নির্বাচন প্রথম দফায়। স্বাভাবিক ভাবেই উত্তরে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন নেতা নেত্রীরা। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়ার সমর্থনে মঙ্গলবার সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ভোটারদের অভিষেকের বার্তা, ঠিক ৫ বছর আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে গেরুয়া শিবির, ২৪-এ ভোট দেওয়ার আগে যেন নিজেদের কাছে প্রশ্ন করেন সাধারণ মানুষ, কী পেলাম। তুলনা টানেন মমতা-জমানার পরিষেবার সঙ্গে। নির্বাচনী প্রচারে সম্প্রতি মোদি বলেছেন, গত ১০ বছরের মোদি জামানা কেবল ট্রেলার। সিনেমা দেখানো হবে ২৪-এর পর। এই মন্তব্যকেই হাতিয়ার করে অভিষেক বলেন, আড়াই মিনিটের ট্রেলারে দেশ দেখল ব্যাপক মূল্যবৃদ্ধি, নিশীথের বিএসএফ-এর গুলিতে রাজবংশীদের হত্যা। অভিষেকের প্রশ্ন, "এই ট্রেলারের পর আপনারা কি সিনেমা দেখতে চান?" অভিযোগ করেন, বাংলার বিজেপি সাংসদরা দিল্লির পায়ে ধরে বলেছেন গরীব মানুষের টাকা, রাস্তা-বাড়ি-জলের টাকা বন্ধ করে দিতে। মমতা সরকারের প্রকল্পের কথা উল্লেখ করে প্রশ্ন করেন, মানুষ কার গ্যারান্টি নেবেন, দিদির নাকি মোদিজির? বিজেপি নেত্রীর লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি এদিন সভায় জনসমক্ষে শোনান অভিষেক। ওই বক্তব্যকে হাতিয়ার করে অভিষেক বোঝালেন, "বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন।" প্রশ্ন করেন, মানুষের টাকা বন্ধ করে কী আনন্দ পায়, বঞ্চিত-লাঞ্ছিত-অত্যাচারিত-শোষিত করে রেখে। অভিষেকের বার্তা, "বিজেপির নেতারা যখন ভোট চাইতে আসবেন, তখন এই ভিডিও দেখাবেন। " তাঁর কথায়, এই ভোট বিজেপিকে হারানোর বা তৃণমূলকে জেতানোর ভোট নয়। এই ভোট কেন্দ্রের সরকারকে উচিত শিক্ষা দেওয়ার, প্রতিবাদের, প্রতিশোধের ভোট।




বিশেষ খবর

নানান খবর

জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য #aajkaalonline #CVRaman #CVRamanBirthday #ScienceLegend  #RamanEffect

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24